চিটিং আর ফিটিং অনিয়মে চুপ কেন খোদ টাংগাইল জেলা ক্রীড়া সংস্থা
টাংগাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আন্তর্জাতিক গোল্ড কাপ ফুট বল টুর্নামেন্টের টাংগাইল জেলা স্টেডিয়ামে গত শুক্রবার ঢিলেঢালা সাজসজ্জায় পর্দা ওঠে। ১ম রাউন্ডে ধনবাড়ী প্রমিলা একাদশ ৩/০ গোলে দাপুটে জয় পায় বাসাইল উপজেলা প্রমিলা একাদশে সাথে। দূরান্ত খেলে সকলের নজর কাড়ে।২য় রাউন্ডে আজ শনিবার ধনবাড়ী একাদশ বনাম দেলদুয়ার একাদশ খেলায় ফুরফুরে মেজাজে জেনুইন খেলোয়াড় নিয়ে মাঠে নামে ধনবাড়ী একাদশ।অপর দিকে দেলদুয়ার উপজেলা তাদের একাদশ সাজায় টাংগাইল পৌর টিমে খেলেছে তিন ব্রাইট খেলোয়াড় নিয়ে।খেলার শুরুতেই ধনবাড়ী একাদশ কোচ জহিরুল ইসলাম মিলন এর প্রতিবাদ জানালেও উপস্থিত সংশ্লিষ্ট কোন পদক্ষেপ নেয় নি। পদক্ষেপ নেননি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বরং খেলায় পক্ষপাতি ছিলো চোখে পড়ার মতো।খেলা বিরতির পর মাঠে গড়ালে শেষ কয়েক মিনিটে দেলদুয়ার একাদশ ১/০ তে এগিয়ে থাকে এভাবেই খেলা শেষ হয় ধনবাড়ী একাদশের বিদায় ঘণ্টায়। খেলা শেষ হলে সংশ্লিষ্ট জেলা ক্রীড়া অফিসার নূরে আলম সোহাগ কে বিষয়টি অবহিত করলে কর্মকর্তারা ৫০০ টাকার ফর্মে একটা এপ্লিকেশন দিতে বলে দায় এড়ায়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই