ঝালকাঠিতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা অবহিত ও কর্ম পরিকল্পনা সভা।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে জেলা অবহিত ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, এস পি সদর সার্কেল প্রশান্ত কুমার দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার মশিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপ-পরিচালক মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। জেলার ৪টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ১২৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯০৫০০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওযানো হবে। সভায় এ বিষয় নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক এই ক্যাম্পেইন থেকে একটি শিশুও যেন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না যায় সে ব্যাপারে সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪জুন/জই