বিষণ্ণতার হাওয়া উড়ে
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
বর্তমান কষ্টে,ভবিষ্যৎ দুঃখের হোঁচটে ভরা
তবুও মনে হয়
তোমার হাত ধরে অজানা গন্তব্যে ছুঁটে চলি।
যেখানে তোমার আর আমার উপরে এক পসলা সুখ নামবে গভীর স্নেহে,
কোলাহল কোনো শহুরে ভাড়া বাসায় তোমার আমার প্রেমের ঘর বাঁধিবো,
যেখানে দুপুরের খাবার থাকবে টিফিন বাটিতে,
কান পাতলেই শোনা যাবে গার্মেন্টসের সুইং এর শব্দ কিংবা ফ্লোরে বাজবে কোন বিরহের গান।
যেখানে রোজরোজ সকাল নামবে তাড়াহুড়ো,
দুপুর, গোধূলির করুণ চোখে বেলা যাবে।
মাস শেষে বেতন পেলে, পুরনো পরিশ্রম
ও বিষণ্ণতা হাওয়ায় উড়ে যাবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১জুন/জই