টি-টোয়েন্টি ফরম্যাটে একদিনেই হবে ৬ ম্যাচ
সোমবার থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া ডিপিএল
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সোমবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে। এর আগে স্থগিত হয়ে যায় ২০১৯-২০ মৌসুমের খেলা। এতে টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে।
৬ মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল ডিপিএল। তবে করোনা পরিস্থিতির কারণে সেটি আর হয়নি। যেহেতু সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্তসূচি, তাই ৫০ ওভারের ডিপিএল কমিয়ে আনা হয়েছে ২০ ওভারে।
টি-টোয়েন্টি ফরম্যাটে করা হবে এই ডিপিএল আসর। একদিনেই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ছয়টি করে ম্যাচ। আসরে থাকছে না কোনো রিজার্ভ ডে। দিনের প্রথম তিন ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে। বাকি তিন ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই