ককসবাজার শহরের তারাবনিয়া ছরা থেকে ১৬ হাজার ইয়াবা এবং আটক-৩
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এক অভিযানে ১৬ হাজার পিচ ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা, মাদক কারবারে ব্যবহৃত ৪ টি স্মার্ট মোবাইল ফোন ও ২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । ২৮ মে বেলা ১ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে হাজেরা পারভিন এর মালিকানাধীন পাঁচতলা বিল্ডিং এর ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশ সুত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- মোহাম্মদ শাহ আলম (২৫), পিতা-মৃত বশির আহমদ, সাং-নতুন পল্লানপাড়া উপজেলা-টেকনাফ। এমদাদুল হাসান (২৪), পিতা- মোতাহের আহমদ, সাং-সিকদার পাড়া, থানা-ঈদগাঁও। তৌহিদুল হাসান (২২), পিতা-মোঃ রশিদ, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
উদ্ধারকৃত ইয়াবা টেবলেট, নগদ টাকা, মোবাইল ফোন সেট উপস্থিত স্থানীয় জনগন ও স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানা দ্বায়িত্ব রত কর্মকর্তা কর্তৃক জানা গেছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মে/জই