উপকূলের ইয়াস ,শেখ মোঃ সুরুজ আলী সূর্য
দেখতে এসে টাকলা বাবু, নাম যে গেছে ভুলে,
সুখের কথা ভাবছে বুজি,দুঃখ কেবল ফেলে।
উপকূলের ইয়াস বাবু,ভাঙ্গছে কেবল ঘর,
জোয়ার পানির ইতিকথা, বৃষ্টি ঝড় ঝড় ।
ভাসছে তবে ছাগলগুলো ,গুনছে কেবল বাবু
টিনের চালে পাখির বাসা,বৃষ্টির জলে কাবু।
গোয়ালঘরের ঘর আছে,নাই যে কেবল গরু,
রান্নাঘরে মাছ ঢুকেছে,বৃষ্টির খেলা শুরু।
ঘূর্ণিঝড়ে ভাঙ্গছে গাছ, এই না গভীর রাতে,
কারেন্টেরি যাচ্ছে খুঁটি,নদীর জলে ভেসে।
ভাবছে বাবু, কুকুরছানা আছে বুজি কেমন?
মানুষজনের খুঁজ রাখেনা, চরিত্র তাঁর কমন।
টাকার হিসেব কষতে কষতে,জোয়ারের পানি দেখে,
কয়জনের হয়ছে ক্ষতি, চূড়ান্ত হিসেব রাখে।
মাথার উপর সুড়সুড়ি দেয়,নিজের কথা ভেবে,
সর্বনাশের কাতুকুতু,অনুদানে খাবে।
বাবু তবে ভুলে থাকুক, উড়ুক পাখিরছানা,
মুক্ত আকাশে রৌদ্রে সাথে মেলুক তবে ডানা।
হাসির কথা আবার উঠুক, বাবুর কথা ভেবে,
শেষ হাসি যে কবে ছিল,ভুলে গেছো তবে?
আর কেন ভাই ভাবছো এমন, কঠিন হিসেব তবে,
সকল কথা ভুলে গিয়ে,জাগো নতুন ভাবে।
ঘূর্ণিঝড়ের ঐসব কথা যাও না তবে ভুলে,
ইয়াসের ক্ষতির হিসাব উঠাও তবে শূলে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মে/জই