মোংলায় তেলবাহি ট্যাংকারে আগুন
মোংলায় মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশনের তেল বহনকারী ওটি সি লিংক নামক একটি ট্যাংকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে আহত হয়েছে ট্যাংকারটির দুই কর্মচারী। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি তেলবাহি জাহাজটির।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন,জানান, চট্রগ্রাম থেকে মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশন মোংলা ডিপোর তেল বহন করে ওটি সি লিংক নামক ট্যাংকারটি দুপুর দেড়টার সময় বন্দর জেটি সংলগ্ন মেঘনা ডিপোর জেটিতে ভিড়ার সময় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন্দরের ফায়ার বিভাগের কর্মিরা ট্যাংকারটিকে বন্দর জেটির অপর প্রান্তে নিরাপদে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তেলবাহি জাহাজের তেমন ক্ষতি হয়নি বলে জানান বন্দরের ওই কর্মকর্তা। তবে ইঞ্জিন রুমে থাকা ট্যাংকারের দুই কর্মচারী আগুনে পুড়ে আহত হন। আহত দুই জন কে মোংলা বন্দরের ফায়ার কর্মিরা উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অতিরিক্ত পুড়ে যাওয়ার কারনে তাদের শারিরিক অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫মে/জই