• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

করোনায় ডাক্তারগণ সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেছে- এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

করোনায় সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারগণ সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেছে- এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার কারনে বাংলাদেশের ঔষধ এখন দেশের চাহিদা পুরন করে পৃথিবীর বিভিন্ন রাস্ট্রে রপ্তানি করছে। বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। মহামারী করোনায় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থেকে ডাক্তার, নার্সসহ কর্মচারীরা কাজ করেছে। করোনায় সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। বেসরকারি হাসপাতালের কার্যক্রম ব্যবসায়িক না হয়ে সেবামূলক হওয়া উচিত। সেবার মনোভাব নিয়ে কাজ করা উচিত।
১৬ মে ২০২১ ইং সকালে লালমোহন সদর হাসপাতালের সামনে হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটের ২য় তলায় গ্রীণ লাইফ ডায়াগনিষ্টিক এন্ড হসপিটাল এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাওন আরও বলেন, মহামারী করোনাকালীন সময়ে পৃথিবীর অনান্য রাস্ট্রের তুলনায় আমরা অনেক ভালো আছি। মহান আল্লাহর রহমতে এবং দেশনেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনার কারনে আমরা আমাদের পাশের দেশ ভারতের তুলনায় করোনায় অনেক ভালো আছি। আমাদের কে সুস্থ ও ভালো থাকতে হলে সবাইকে সরকারি দিক নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের সামনের দিনগুলিতে ভালো থাকতে হলে এবং করোনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।
লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন হাসপাতালের টিএইচ ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কামলা ইউপি সদস্য আক্তার হোসেন প্রমূখ।
লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদের সদস্য মনির হাওলাদারসহ লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ