বিলিয়ে ছিল দেড় ছটাক কলিজা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আহারে!এই বেলাতে কোন ব্যাধি এলরে?
প্রেমের কোটরে দেখি পড়ন্ত ডানা
আকাশ জুড়ে খেলে,
একান্তর কোলাহল ছেড়ে,
শিশির ভেজা প্রেত।
কোন রৌদ্র, গোধূলি মাখা সন্ধ্যা,
ব্যাধি,এক বদ্ধমুটি দানবের মতন,
তাঁরে কি ভুলে গেল?
ডুবিয়ে ডুবিয়ে উদ্ভাস নিশ্বাসে নিশ্বাসে
বিলিয়ে ছিল দেড় ছটাক কলিজা,
সরল ছন্দে জোনাকির দল নেমেছিল
সেই আঁধারে, দূর তারা মতন করে
একান্তর -আতঙ্কে জ্বলিত বিক্রম।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই