করোনায় আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.ফজলুল হকের মৃত্যুবরণ
বাংলাদেশে গত দুই মাস যাবত প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুবরণের খবর প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইসলামিয়া আই এন্ড লেজার সেন্টারের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. ফজলুল হক (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিবার- পরিজন, সহকর্মী, বন্ধু, শিক্ষার্থীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও চিকিৎসকদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন যে, করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চক্ষু বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলুল হক বৃহস্পতিবার ২২ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা.ফজলুল হকের মৃত্যুবরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তাছাড়াও মৃত্যুর
বিষয়টি আরও নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান ও গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডা. হাবিব।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই অধ্যাপক নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা গেলেন।
অধ্যাপক ডা.ফজলুল হক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে যোগদান করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।
ডা. ফজলুল হকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তারা ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জন চিকিৎসক মারা গেছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই