ধর্মের বলিদান
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
হুশিয়ার হুশিয়ার, রাস্তা সরু কে ঠেকাবে আবার,
রক্তে রক্তে খেলা হচ্ছে,দিবারাত্রিতে হও হুশিয়ার।
ঝুলছে দেখো মাথার খুলি, উড়ছে বুজি তলোয়ার,
ফুলেতে ফুলেতে ফুটছে ঈমান, কে আছে ঠেকাবার,
ছিঁড়ছে কলিজা, কেন দিবে তবে ছাড়?
কে আছ ঈমানদার, দিতে হবে এই তটী পার,
অধিকার অধিকার খেলায় নেই কোন ছাড়,
যুগে যুগান্তর কত পেয়েছ যে ছাড়।
বুকে বুকে সাহস করার আহবান,
এই পথে দিতে হবে বাঁধা,শুরু করো অভিযান।
অসহায় অসহায় করিয়া চিৎকার আর করিও না,
ধরো শক্ত হাতে হাত,সামনে চলো,পালাবোনা।
তুমি কাকে জিজ্ঞেস করো,এই দায় কার?
এই শহুর কেন ধস্তবিধ্বস্ত? রাস্তা চলছে কেন মারমার,
ঢেউে ঢেউে চলছে মানুষ, রাস্তা সংকট, বিজয় পরিষ্কার,
জীবনের তরে জীবনে আসছে বিলাবার।
এত হানাহানি, এত টানাটানি, এইটা কেন ভাই ?
তবে সম্মুখে কি মহাবিপদ, সেটা দেখছো কি তাই?
রক্তে রক্তে রক্তপাত, আগুনে আগুনে খেলা,
দাঁড়িয়ে দেখছো কি? করলে বুঝি অবহেলা।
জাতিতে জাতিতে দ্বন্দ্ব,
ধর্মে ধর্মে দ্বন্দ্ব।
তবুও চলছে জীবন মরণের বলিদান ,
উল্লাসে উল্লাসে হচ্ছে জয়গান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪এপ্রিল/জই