ইতালিতে প্রথম অস্থায়ী স্মৃতিসৌধে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক পরিবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইতালির সাংবাদিক পরিবার নির্মিত অস্থায়ী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করে বাংলা প্রেস ক্লাব, ইতালি, বিডি প্রেসক্লাব ইতালি, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইতালির নেতাকর্মীরা।
রোমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাংবাদিক পরিবার এই শ্রদ্ধা নিবেদন করে। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে এই আয়োজন সম্পন্ন করা হয়।
সাংবাদিকরা বলেন” বৈশ্বিক মহামারী না থাকলে প্রথমবারের মতো তৈরী এই অস্থায়ী স্মৃতিসৌধটিতে কমিউনিটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা নিবেদন করতে পারত।”
তারা আরো বলেন” আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে ও শেখাতে ইতালির সাংবাদিক পরিবার সব সময়ই জাতীয় দিবসসহ দেশীয় সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছে। সম্প্রতি জাতীয় অনলাইন বাংলা প্রেস ক্লাব ইতালি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করছে । ইতালিতে নিযুক্তবাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এই প্রতিযোগিতার।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মার্চ/জই