• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

জীপ-কার মাইক্রো সমিতির নির্বাচন লাইন সম্পাদক পদে একধাপ এগিয়ে তোফায়েল

এন আলম আজাদ ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

জীপ-কার মাইক্রো সমিতির নির্বাচন লাইন সম্পাদক পদে একধাপ এগিয়ে তোফায়েল

কক্সবাজার জেলা জীপ-কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সংগঠনের শ্রমিকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা ঘুরপাক খাচ্ছে।কেউ কেউ এমন আলোচনায় চায়ের কাপে ঝড় তুলছে।প্রার্থীদের ইতিপূর্বের কর্মকাণ্ডেরও চুলছেরা বিশ্লেষণ করছে সাধারণ ভোটাররা।আগামী ২৬ ফেব্রুয়ারি বহুুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের এ নির্বাচনে মোট ১০৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জানাগেছে কক্সবাজার পৌর এলাকার ১টি মাত্র কেন্দ্রে পুরো জেলার ভোটাররা তাদের ভোটে পছন্দ সই প্রার্থী নির্বাচিত করবেন।প্রার্থীরা ইতিমধ্যে নিজেদের পক্ষে গণসংযোগ ও অন্যান্য প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছে।নির্বাচনের শেষ মুহুর্তে এসে প্রার্থীরা ভোটারদের কাছে আগামী দিনের নানা প্রতিশ্রুতি দিচ্ছে।যে কোনভাবে তাদের ভোট ব্যাংক ভারি করতে এ প্রচেষ্টা মনে করছে সচেতন ভোটাররাও।ভোটাররা জানিয়েছেন,যারা তাদের কল্যাণে এবং বিপদেআপদে সহযোগীতা করেছেন তাদেরকেই তারা মুল্যায়ণ করবেন।সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিন্ধিতায় গিয়াস উদ্দীন নির্বাচিত হওয়ায় এ পদে ভোট গ্রহণ হবে না।সংগঠনের মোট ১৩ টি পদে এ নির্বাচনের প্রস্তুতিও নেয়া হয়েছে।প্রত্যেক প্রার্থী বিরামহীন প্রচারণায় নির্ঘুম থাকবেন নির্বাচনের আগের দিন পর্যন্ত।সব মিলিয়ে জম্পেশ জমবে শ্রমিক ইউনিয়নের এ নির্বাচন।প্রার্থীদের মধ্যে লাইন সম্পাদক পদটি অতি গুরুত্বের। এ পদে প্রার্থী ৩ জন।এর মধ্যে তোফায়েল আহমদের গ্লাস মার্কা সমর্থনে শ্রমিকরা তাদের ম্যানডেট প্রদান করবেন এমন প্রত্যাশা করা হচ্ছে।প্রার্থীর ইতিপূর্বেকার কর্মকাণ্ডের সুনাম দিকবিদিক বিরাজমান।দীর্ঘ ২৪ বছর ধরে এ শ্রমিক ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের কঠিন সময়ের বন্ধু হিসাবেও পরিক্ষিত তিনি।অন্যায়ের প্রতিবাদী এই তোফায়েলের বিষয়ে মহেশখালী চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোসেন (ড্রাইভার)বলেন,প্রার্থী তোফায়েল যেমন সৎ ও পরিক্ষিত তেমনি শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ।তিনি শ্রমিক সমাজের আপনজন।অন্যায়ের প্রতিবাদকারী এই তোফায়েল তার কর্মকাণ্ডে তিনি আমাদের মণিকোঠায় আছেন।প্রায় ভোটাররা তাদের ভোটটি গ্লাস মার্কায় দেবেন এতে কোন সন্দেহ নেই।কেন না তার মত পরোপকারী শ্রমিক সমাজের আত্নার-আত্নীয়’র ভাবলেশ অন্য কারোর মধ্যে নেই।এমন একজন এ সমিতিতে প্রতিনিধি নির্বাচিত হলে শ্রমিকদের ভাগ্যে উন্নয়ন সহ কেউ অবহেলিত থাকবে না।তাই আমরা ২৬ তারিখ বিকেলে তাকে বিজয়ের মালা পড়ানোর প্রহর গুনছি।তার মতো এমন মন্তব্য যোগ করেন মোঃরকি,বোরহান,খোকন, নুরুল আমিন ও সোনামিয়া নামক প্রমুখ( ড্রাইভার) সহ সংগঠনের একাধিক ভোটার গণ।
বিডিনিউজ ইউরোপ /২৪ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ