শূণ্যে ভাসমান
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আমি যেতে যেতে
একদম মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েছিলাম অথচ না চেনার কারনে
তাকে আলিঙ্গন করে ছিলাম।
সেও আমাকে কাছে পেয়ে চুম্বন করেছিল অথচ তাঁর নরম পরশ
আমাকে নিস্তেজ করতে করতে
কখন আমি থেকে আমি চলে গেয়েছিলাম
তা জানা ছিলনা।
আমার নিস্তেজ দেহ আর আমার ভিতরের আমি এখন সম্পূর্ণ ভিন্ন,
কত রঙে এই দেহকে সাজাতে সাজাতে
কত অব্দি পর্যন্ত পৌঁছেছিলাম।
এক প্রান্তর থেকে এন্টার্কটিকা মহাদেশ
অথচ আমার জানাই ছিলোনা
আমার আমি শূণ্যে ভাসমান।
বিডিনিউজ ইউরোপ /২০ ফেব্রুয়ারী / জ ইসলাম