জন্ম থেকে পূর্বজন্ম
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
জানি না,আমার কাছে পৃথিবী কেন পূর্বপরিচিত,
বহু বছর আগে এসেছিলাম,
এইখানে হেঁটেছিলাম,খেলেছিলাম
এই যে গাছ,এই যে ফল,
সবি যেন আমার পূর্বপরিচিত
গাছে উঠেছিলাম,ফল খেয়েছিলাম,
এই যে পাখি,উড়ন্ত পাখি,
তাদের সাথে আমার পূর্ব মিতালী ছিল,
এই পথে অনেকদিন তাদের দেখেছিলাম,
এই যে সবুজ শস্যখেত, ধানগাছ,
সবি আমার পূর্বপরিচিত
তারা বহু আগেই আমার ছুঁয়া নিয়েছিল।
জানি না,আমার কাছে পৃথিবী কেন পূর্বপরিচিত,
এই যে তুমি,তোমার সাথে বসে আছি,
দিব্বি কথা বলছি,
পূর্বেও এইভাবে তোমার সাথে কথা হয়েছিল,
তোমার সাথে বসেছিলাম।
এখনকার মতই তোমার আর আমার সংসার ছিলো,
তুমি আছো,যেমন পূর্বেও তুমি ছিলে
এখনকার মতই তোমার-আমার ভালোবাসা ছিল,
এই যে গাছ,মেহগনি গাছ,
এখন যেমন দাঁড়িয়ে আছে
ঠিক পূর্বেও এই স্থানে দাঁড়িয়েছিল।
এই যে দিঘী,
দিঘীর পাড়ে পাখির বাসা
এবং আমার গোলাপের দুটি গাছ দেখছো
পূর্বেও এখনকার মতই রোজ-রোজ বাসায় পাখি বসতো
দুটি গোলাপ গাছে গোলাপ ফুটতো।
এই যে আকাশ,
তোমার আর আমার মাথার উপরের আকাশ,
পূর্বেও আমার পরিচিত ছিল এই আকাশ
তাহলে তুমি কি বলতে পারবে,
পৃথিবী আমার কাছে কেন পূর্বপরিচিত।
বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই