দু-হাতে, আমি গোলাপ রাখি।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
রাতে তবে কথা হলো তোমারি তো সঙ্গে,
ঘুম নগরীর ঘুম ছিলো দু-চোখেতে তুঙ্গে।
গায়ে তবে কাঁথা ছিলো, শীত ছিলো অঙ্গে,
বাহিরেতে পাখি ছিলো,কষ্ট ছিলো তুঙ্গে।
ফুল বাগানে ফুল ফুটেছে,
নিখিল ধরা তাই লুটেছে।
নতুন ঋতু, নতুন প্রীতি তবে গান গায়,
সোনার ফড়িং বেলকুনিতে চোখ তবে চায়।
বিভোর হয়ে ঘুরছি কেবল,নতুন কোন প্রান্তরে,
দু-চোখেতে ভালোবাসা আঁকছি তবে অন্তরে।
চাঁদ যে আসে, চাঁদ যে ভাসে নীল আকাশের প্রান্তরে,
কোকিল গাহে প্রেমের গান ঐ সবুজের অদূরে।
আমার প্রেম,আমার পরাণ উথল করে ভাসে,
তোমারি ঐ প্রিয় মুখ উঠছে তবে আকাশে।
দু-হাতে, আমি গোলাপ রাখি,
মনে উড়ে চড়ুইপাখি।
প্রেমের নেশায় ঢেউ উঠেছে এই বুঝি রঙে,
প্রেমিক হয়ে বাস করি তোমারি বঙ্গে।
বিডিনিউজ ইউরোপ /১৪ জানুয়ারি / জই