দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের আজ জন্মদিন
দেশের সুনামধন্য প্রতিষ্ঠান হক গ্রূপের চেয়ারম্যান মোজাহারুল হক শহিদ এর আজ জন্মদিন পালিত হয়েছে। তিনি ”দৈনিক আমাদের কন্ঠ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং হক টিভির চেয়ারম্যান।
রাজধানী মতিঝিলের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক ও হক গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা, হক টিভির সিইও মিয়াজী সেলিম আহমেদ, দৈনিক আমাদের কন্ঠ চিফ রিপোর্টার হাসান-উজ-জামান, সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম, দৈনিক আমাদের কন্ঠ স্টাফ রিপোর্টার ও হক টিভির হেড অব নিউজ হাফিজুর রহমান, ক্রাইম ইনভেষ্টিগেন খাইরুল আলম রফিক সহ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সাংবাদিক ও হক টিভির প্রতিনিধি বৃন্দ।
এসময় হক গ্রæপের চেয়ারম্যান মোজাহারুল হক শহিদ বলেন আমার এ শুভদিনে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় কর্মরত সাংবাদিকদের জন্য অচিরেই প্রত্রিকাটি ৮ পাতা থেকে ১২ পাতায় রুপান্তরিত করা হবে একি সাথে হক টিভি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসবে। হক গ্রæপের সহযোগী মিডিয়া প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলের দোয়া কামনা করছি।
বিডিনিউজ ইউরোপ /৮ জানুয়ারি / জই