না প্রেম,না বিরহ।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
অঝোরেই ঝরে পড়ে কতশত ফুল,
শূন্যতার অপলক চোখ আর কতশত ভুল।
কিছুটা স্বপ্ন ছিলো,বাঁচার আকুতিও ছিল,
গোধূলির অন্তরালে সবকিছুই উঠেছিল,
অথচ পাখির ঝাঁক পূর্নিমার চাঁদে আদিকাল।
হঠাৎ শব্দ শুনে পেছনে তাকাই,কেউ নেই,
অথচ ভেবেছিলাম তোমারি শব্দ পেছনেই।
সমকালীন ভাবনাতে অতিদ্রুত হয়ে যাচ্ছে ভুল,
মূল্যবান তুমি নির্বিকারে অথচ আকুল।
আমার চোখ তাকিয়ে আছে দিব্বি তোমার প্রেমে,
অথচ তুমি জড়াচ্ছো কতশত অপকর্মে।
আজ কতশত পবিত্র ভাবনা থমকে দাঁড়ায়,
উজ্জ্বলতার দুটি চোখ, সারাবেলা আমাকেই ভাবা'য়।
আজ কষ্টের পাশে,কষ্ট শুঁয়ে থাকে,
অতৃপ্ত শরীরে প্রলোভন দেখাও আমাকে।
রুগ্নতার কাঁধে হাত রেখে আমি ভুলে খুঁজি,
মায়াবী কষ্টের জালে আজ নজরবাজি।
বুকের ভেতরে আজ নড়ে-চড়ে উঠে একখন্ড ধারালো কষ্ট,
ভিতরের ব্যথা,ভেতরেই টের পাই শুধু অদৃষ্ট।
ইতিমধ্যে তোমার ব্যথা দেওয়ার ছিন্ন -ভিন্ন আঘাত,
আমাকে আজ দিয়েছে মৃত্যুর পদাঘাত।
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জই