হাতীবান্ধায় শাহ্ ফাউন্ডেশন এর আয়োজনে শীর্তাত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শাহ্ ফাউন্ডেশন এর আয়োজনে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের শীর্তাত অসহায় মানুষের মধ্যে আমেরিকান প্রবাসী শাহ্’র অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে গড্ডিমারী দ্বিমূখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গানে ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের শীর্তাত অসহায় এক হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মাননীয় সংসদ সদস্য ১৬ লালমনিরহাট -১ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল চেয়ারমান ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখা কম্বল বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, শাহ্ ভাই শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসী শাহ্ ভাই একজন মহৎ মানুষ। তাঁর ব্যক্তিগত অর্থায়ানে আমাদের এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মহতী এবং প্রসংশার দাবি রাখে। এছাড়াও তিনি করোনা কালে শাহ্ ফাউন্ডেশন এর মাধ্যমে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত, অসহায়, দুস্থ, দিনমজুর পরিবারের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে চলেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তার এ অবদান মানুষ শ্রদ্বা ভরে স্মরণ করবে।
বিডিনিউজ ইউরোপ /১ জানুয়ারি / জই