ঝালকাঠি জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু এ ম্যুরাল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উন্মোচন করেছেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ একটি পতাকা ও মানচিত্র পেয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সাড়ে ৭ কোটি মানুষ।বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বিভিন্ন স্থানে ম্যুরাল স্থাপন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুলাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা পরিষদ সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম।ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাগফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা পরিষদের উদ্যোগে ৮লাখ ৫০হাজার টাকা ব্যায়ে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধুকে তুলে ধরতে এ ম্যুরাল নির্মাণ করা হয়ছে।
বিডিনিউজ ইউরোপ /৩১ ডিসেম্বর / জই