হে জ্যোতির্ময় তারুন্যদিপ্ত বাংলাদেশের জনতার রাষ্ট্রনায়ক ,”তারেক রহমান” সদ্য সমাপ্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল বিজ্ঞানমেলার”গ”বিভাগের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে আপনার প্রাণচঞ্চল উপস্থিতি এবং আপনার অসাধারন উপলব্ধিশীল পর্যবেক্ষণ, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীয় আবিষ্কার হৃদয় দিয়ে উপলব্ধিকরা উদ্ভাবনীয় সৃষ্টিশীল চেতনাকে বিকশিত করে দেশ ও জনকল্যাণে তা যথার্থভাবে কাজে লাগানোর জন্য বিশ্লেষণ ভিত্তিক বাস্তব সম্মত যেই দিক নির্দেশনা প্রদান করেছেন তা থেকে মেধাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ প্রত্যয় স্পষ্ট প্রতীয়মানহয়েছে,
হে জনতার রাষ্ট্রনায়ক আপনার সরব উপস্তিত আজ অন্তর দিয়ে উপলব্ধি করেছে এদেশের উদিয়মান বিজ্ঞানীরা। আপনার পথপ্রদর্শনেই ক্ষুদে বিজ্ঞানীদের চোখে লালিত স্বপ্নের বাস্তবিক প্রতিফলনে বিজয়ের উল্লাস দেখেছি আমি। শুধু ক্ষুদে বিজ্ঞানিরাই কেবল নয়,আজ আপনার প্রতীক্ষায় প্রহর গুনছে সমগ্র বাংলাদেশ, আজ আপনি শোষিত বাংলার নিপীড়িত জনতার হৃদয়ের মনিকোঠায় যে জায়গা করে নিয়েছেন,সেই জায়গা থেকেই মজলুম জনতা আজ হাজারো স্বপ্ন বুনছে আপনাকে ঘিরে। আপনার পদচারণায় আবার সরব হবে বাংলাদেশের পথ প্রান্তর।আপনার সৃষ্টিশীল চিন্তা চেতনায় সজ্জিত হবে গ্রাম বাংলা ।আপনার কৃষি বান্ধব চিন্তা চেতনার বাস্তব প্রতিফলনে ফসলে ভরে উঠে কৃষকের মাঠ,কৃষকের মলিন ঠোঁটে হাসবে উচ্ছ্বাসিত অমিয় হাসি, আপনার আগমনী বার্তায় খেটে খাওয়া মজলুম জনতার ছল-ছল নিরাশ চোখের কোনে জমেথাকা জল মুছে ফেলে নতুন আশার প্রহর গুনছে,দিগন্তের ঈশান কোণ আপনার আগমনি আভাসে ১৬ কোটি জনতা ন্যায় প্রতিষ্ঠার প্রতীক্ষায় আশার প্রদীপ প্রজ্জ্বলিত হচ্ছে।
লিখেছেন-পলাশ আহমেদ সাংগঠনিক সম্পাদক ইউক্রেন বিএনপি এবং সভাপতি সাবেক ছাত্র দল অর্গানাইজেশন ইউরোপ
বিডিনিউজ ইউরোপ /২২ ডিসেম্বর / জই