তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ৩ দিনের সফরে কক্সবাজারে এসেছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি কক্সবাজার আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
কক্সবাজার সমুদ্রের তীরে নির্মিত বালু ভাষ্কর্য নিয়ে প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর ভাষ্কর্যের উপর আঘাতের জবাব হিসেবে নির্মিত বালু ভাষ্কর্য সঠিক সময়ে কক্সবাজার বাসীর সময়োপযোগী জবাব দিয়েছে ব’লে তিনি মিডিয়ার কাছে মতামত ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি কক্সবাজারে সেন্টমার্টিনসহ বেশ কয়েকটি জায়গায় প্রোগ্রাম শেষে রবিবার সকালে তিনি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে বলে জানা গেছে৷
বিডিনিউজ ইউরোপ /১৭ ডিসেম্বর / জই