হে নতুন প্রভাত,হে বিজয় দিবস।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
হে প্রভাত, আজকে বিজয়ের উল্লাস গাঁথা,
ব্যর্থতা নয় তো,নতুন বীরত্ব গাঁথা।
আজ প্রভাতে প্রভাতে উল্লাসে প্রতিক্ষণ,
পৃথিবী ভাবুক কেমন ছিলো জীবন-মরণ সন্ধিক্ষণ?
আজকে এই দিন,দেখুক উল্লাসের দিন,
পৃথিবী দেখুক,পৃথিবী দেখুক এইদিন।
আজ ক্রমশ বেড়ে যাচ্ছে স্বপ্নের কত ইচ্ছে,
সেটা তো ছিল না আগে,এখন জয়ে কত কেচ্ছা।
বিজয় দেখেছি,আমি বিজয় এঁকেছি,
পৃথিবী দেখুক,বিজয়ের পতাকা উড়িয়েছি।
হে প্রভাত,শিশিরে-শিশিরে গায়ছে যে গান,
উড়ন্ত পাখি কলকাকলিতে ছড়াচ্ছে ঐকতান।
হে বিজয়,আজকে পৃথিবী দেখুক,
হাতে হাতে নতুন করে ভ্রাতৃত্ব শপথ হউক।
ভুলে যাও,ভুলে যাও ধর্মের ভেদাভেদ,
আসো বুকে টানো, বুকে টানো বিভেদ।
হে নতুন প্রভাত,হে বিজয় দিবস,
পালিত হউক,পালিত হউক পূর্ণদিবস।
বিডিনিউজ ইউরোপ /১৭ ডিসেম্বর / জই