• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গ্রিসে ভিক্ষা বৃত্তিতে বাধ্য করা একটি সংঘবদ্ধ চক্র গ্রেফতার

গ্রিস থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

গ্রিসে ভিক্ষা বৃত্তি তে বাধ্য করা একটি সংঘবদ্ধ চক্র গ্রেফতার।গ্রিসের আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে সাধারণ ও দূর্বল বিদেশিদের গ্রিসে এনে ভিক্ষা বৃত্তি তে বাধ্য করে বিশাল অর্থ আয় করে আসছিল।২০২১ সাল থেকে এই চক্র টি সক্রিয় ভাবে এই সব ঘৃণিত কাজ চালিয়ে আসছিল বলে জানিয়েছেন স্থানীয় গ্রিক পুলিশ।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে।এই চক্র টি তুলনা মুলক ভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দূর্বলতা সম্পন্ন ও বুদ্ধি প্রতিবন্ধী লোকজন পাচারের মাধ্যমে গ্রিসে এনে এপার্টমেন্টে খুব খারাপ অবস্থায় রাখেন। সুবিধা মত সময়ে জনবহুল এলাকায় শরীরের বিভিন্ন স্থানে দৃষ্টি আকর্ষণ করে এমন ডেকোরেশন করানো হয়। কিছু কিছু ক্ষেত্রে হুয়িল চেয়ারে বসিয়ে দিয়ে দূর থেকে সংঘবদ্ধ চক্রের সদস্যরা পাহারা দেয়।

এভাবে বিপুল পরিমাণ অর্থ এই চক্র সংগ্রহ করেছেন বলে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন।উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী অপরাধীদের বিচার চুড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত তাদের কোন ধরনের ছবি প্রকাশ করা হয় না। প্রায় সাড়ে তিন বছর ধরে গোয়েন্দা সংস্থা তৎপরতা চালিয়ে আসছিল। তাদের অর্জিত অর্থ সহ
গ্রিসের বিভিন্ন স্থানে এক যোগে অভিযান চালিয়ে গতকাল তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও তাদের এই চক্র টি সম্পূর্ণ ভাবে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন।

bdnewseu/26November/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ