• বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও উন্নয়নে নতুন উদ্যোগ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৩০ হাজারের বেশি অভিবাসী ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক ভারতকে ‘শত্রুর’ তালিকায় যুক্ত করল কানাডা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন।মহাকাশে ১৯২ দিনের অভিযান শেষ করে দেশে ফিরে এসেছেন তিন চীনা নভো চারী। সঙ্গে করে নিয়ে এসেছেন ৩৪ কেজি ৬০০ গ্রাম সমপরিমাণ স্পেস স্যাম্পল বা নমুনা। সোমবার (৪ নভে ম্বর) এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জিনহুয়া।এই তিন নভোচারীর নামে ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু। রবিবার স্থানীয় সময় রাত ১ টা ২৪ মিনিটে চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের ডংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে তাদের বহনকারী নভোযান শেনঝৌ-১৮।

এই মহাকাশযানে চেপেই গত ২৫ এপ্রিল আগে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। তারপর ১৯২ দিনের অভিযান শেষ করে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন।

মহাকাশে জীবন ধারণ এবং সেখানকার বিভিন্ন বস্তু সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে অভিযানে গিয়েছিলেন এই তিন নভোচারী। তাদের আগে গত কয়েক বছরে ৬টি চীনা নভোচারী দল সফলভাবে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে। সেই হিসেবে তাদের এ অভিযান ছিল বেইজিংয়ের সপ্তম মহাকাশ অভিযান।

উল্লেখ্য যে,শেনঝৌ ১৯ নামের একটি নভোযানকে নিজেদের মহাকাশ স্টেশন হিসেবে ব্যবহার করছে চীন। এই তিন নভোচারীর দায়িত্ব ছিল সেই মহাকাশ স্টেশনের জ্বালানি ও অন্যান্য রসদ সরবরাহ করা এবং তাদের গবেষণায় সহায়তা করা। গত ২৫ এপ্রিল যাত্রা শুরুর আগের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তারা; তবে তার আগে বেশ কয়েক মাস কোয়ারেন্টাইন অবস্থায় নিবিড় প্রশিক্ষণ নিতে হয়েছে তাদেরকে।

তিনজনের এই দলটির দলনেতা ছিলেন ইয়ে গুয়াংফু। অন্য দু’জনের জন্য এটি প্রথম মহাকাশ সফল হলেও গুয়ংফু’র এর আগে এক বছর অস্থায়ী মহাকাশ স্টেশনে কাটানোর অভিজ্ঞতা ছিল।

bdnewseu/5November/ZI/China


আরো বিভন্ন ধরণের নিউজ