• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও উন্নয়নে নতুন উদ্যোগ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৩০ হাজারের বেশি অভিবাসী ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক ভারতকে ‘শত্রুর’ তালিকায় যুক্ত করল কানাডা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার

Tanzil Hossain, Bola
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধান’সহ ৪ জন গ্রেফতার।ভোলায় যৌথবাহিনীর নিয় মিত অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ভোলায় দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে। গত ৩ নভেম্বর (রবিবার) দিবাগত রাত ২টা ৩০মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ভোলা সদর উপজে লার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরিসহ ১টি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ অদ্য ৪ নভেম্বর (সোমবার) সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে। কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম, এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল-আমিন (২১)।

তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন বেলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। এ ছাড়াও আটককৃত বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামত’সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
bdnewseu/5November/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ