ইসলাম ও মহানবীকে নিয়ে কটুক্তি ঝালকাঠিতে তরুণকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ।ঝালকাঠিতে ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ও মহানবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে এক তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাকে পুলিশী হেফাজতে নেয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যান খালে পড়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার রাত ১০ টায় শহরের পৌর মিনিপার্কে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এর জের হিসেবে আদিতের ফাসির দাবি করে বিক্ষোভ করেছে কতিপয় ধর্মপ্রাণ মানুষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের শ্মশান ঘাট এলাকার কলেজ পড়–য়া আদিত ইসলাম নামে এক তরুণ তার অপর এক বন্ধুর সাথে একদিন আগে ধর্মনিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কে জড়িয়ে পড়ে। ম্যাজেঞ্জারে নবী ও ইসলাম নিয়ে কটুক্তি করে ওই তরুণ।
এ ঘটনার জেরে বুধবার রাত ১০টায় শহরের পৌরমিনি পার্ক এলাকায় ওই তরুণকে ডেকে নিয়ে মারধর করে বিক্ষুব্ধ কয়েক কয়েকজন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীর শিকার তরুণকে আটক করে পুলিশ ভ্যানে করে হেফাজতে নিয়ে যায়। এসময় কিছু দূর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানটি জেলে পাড়া খালে পড়ে যায়। এসময় কৌতুহলি জনতার ভিড় পড়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিতুল ইসলাম জানিয়েছেন, ইসলাম ও মহানবীকে নিয়ে কটুক্তি করা ওই তরুণ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে । খালে পড়ে যাওয়া পুলিশের ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
bdnewseu/3October/ZI/zalokati