• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌবাহিনীর প্রধান

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌবাহিনীর প্রধান।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভোলা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষা বাহিরীর সাথে বিশেষ সভায় অংশগ্রহণ করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।গত ৯ সেপ্টেম্বর সোমবার নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কাজে অভিযান পরিচালনা করে যাচ্ছে। যৌথ অভিযানে নৌ বাহিনী সহযোগীতা করছে। যতদিন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে সরকারি নির্দেশ মোতাবেক ততদিনই সহযোগীতা করা হবে।তিনি আরো বলেন, ভোলাসহ সারাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমসহ সকল জনগণের সহযোগীতা প্রয়োজন। ভোলা একটি নদীমাতৃক জেলা। নদী পথ পাহারা দেওয়ার জন্য পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে। বর্তমানে আমাদের নৌ বাহিনীর সদস্যরাও কাজ করছে। প্রয়োজনে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। নৌ পথগুলোতে চাঁদাবাজী, সহিংসতা বন্ধের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এবং অন্যান্যের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, জেলা মোঃ আরিফুজ্জামান জেলা প্রশাসক, ভোলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামাল হোসেন, নৌ বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রমূখ।

bdnewseu/11September/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ