• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে সীমান্তে বিএসএফ এর হত্যা নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

অনিয়মিত অভিবাসন ঠেকাতে জার্মানির আবারও স্থল সীমান্তে কঠোর নিরাপত্তা

Kabir Ahmed International desk bdneu
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

অনিয়মিত অভিবাসন ঠেকাতে জার্মানির আবারও স্থল সীমান্তে কঠোর নিরাপত্তা৷স্থল সীমান্তে আবারো নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে জার্মানি৷ অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারের এমন পদক্ষেপ৷ মঙ্গলবার (১০সেপ্টেম্বর) অবশ্য অনিয়মিত অভিবাসন ঠেকাতে এবং নিরাপত্তার খাতিরে জার্মান সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের এমন ঘটনা নতুন নয়৷ স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার সোমবার (৯ সেপ্টেম্বর)জার্মানির সীমান্তে জুড়ে কড়াকড়ি আরোপের কথা ঘোষণা করেন৷ অর্থাৎ, স্থল পথে জার্মানির সীমান্ত পারাপারের সময় ভ্রমণকারীদের পাসপোর্ট চেক করবে নিরাপত্তারক্ষীরা৷ আগামী সোমবার থেকে সীমান্তে চালু হতে যাওয়া এই কড়াকড়ি ছয় মাস বলবৎ থাকবে৷ তবে এরপর আর কড়াকড়ি মেয়াদ বাড়ানো হবে কি না সে বিষয়ে জানা যায়নি৷ মূলত, কেউ যেন ভিসা ছাড়া জার্মানিতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার৷

বিদ্যমান অভিবাসন নীতির বিষয়ে বেশ কয়েক মাস ধরেই চাপে রয়েছে ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট সরকার৷ কয়েক সপ্তাহে আগে দেশটির জোলিঙ্গেন শহরে এক সন্দেহভাজন সিরীয় অভিবাসীর ছুরি হামলায় তিনজন নিহত হওয়া ঘটনায় বিষটি আবারো সামনে এসেছে৷ এরইমাঝে কট্টর ডানপন্থিদল এএফপডি অভিবাসন ইস্যুতে সরকারের উপর চাপ অব্যহত রেখেছে৷

সরকারের বক্তব্য:

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনিয়মিত উপায়ে জার্মানিতে প্রবেশ ঠেকানো এবং সেই সাথে ইসলামিস্ট সন্ত্রাসী ওবং অপরাধী সংগঠনগুলোর কার্যক্রম ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷‘‘এই ধরনের কার্যক্রম থেকে আমাদের দেশের বাসিন্দাদের সুরক্ষা দিতে যা করা দরকার তার সবটাই আমরা করছি৷ আমরা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে আমাদের শক্তিশালি অবস্থান চালিয়ে যাচ্ছি৷’’

সূত্র জানায়, সরকারের এমন পদক্ষেপের বিষয়ে এরইমধ্যে ইউরোপিয়ান কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, তিন হাজার ৭০০ কিলোমিটারের স্থল সীমান্তে জার্মানির প্রতিবেশী হিসেবে রয়েছে ইউরোপের ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক এবং পোল্যান্ড৷

জার্মান সীমান্ত থেকে ফেরানোদের গ্রহণ করবে না অস্ট্রিয়া:

সীমান্তে পাসপোর্ট নিয়ন্ত্রণে জার্মান সরকারের এই পরিকল্পনার বিরোধিতা করছে প্রতিবেশী অস্ট্রিয়া৷ সেইসাথে জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো কাউকে দেশটি গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির সরকার৷

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার বলেন, ‘‘জার্মানি থেকে ফেরত পাঠানো কাউকে অস্ট্রিয়া গ্রহণ করবে না৷’’তিনি বলেন, ‘‘জার্মানির অবশ্যই কোনো ব্যক্তিকে ওই দেশে ফেরত পাঠানোর অধিকার রয়েছে যেই দেশটিতে সেই ব্যাক্তির আশ্রয়আবেদন প্রক্রিয়া চলমান আছে৷ কিন্তু এরজন্য অবশ্যই একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন৷’’

bdnewseu/11September/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ