পারিবারিক সফরে ঢাকার উদ্দেশে রওয়ানা হলেন,ইউরো সমাচারের সাব-এডিটর সোহেল চৌধুরী
আজ সন্ধ্যা ৭ টায় Turkish Airlines এর বিমান যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হলেন,ইউরো সমাচারের সাব-এডিটর এবং এন টি ভির ইউরোপের অষ্ট্রিয়া প্রতিনিধি সোহেল চৌধুরী ।
সোহেল চৌধুরীকে বিদায় জানাতে ভিয়েনা বিমান বন্দরে উপস্থিত ছিলেন ইউরো সমাচারের সম্পাদক মাহবুবুর রহমান, সাব- এডিটর আনিসুজ্জামান এবং সাংবাদিক ও ইউরো সমাচারের গ্রাফিক ডিজাইনার মাশুক আহমেদ চৌধুরী ।
বাংলাদেশে অবস্থান কালে তিনি ইউরো সমাচারের বিভিন্ন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেবেন এবং সিলেট অঞ্চলে নুতন করে প্রতিনিধি নিয়োগ করবেন ।
বিডিনিউজ ইউরোপ /১৩ ডিসেম্বর / জই