ভিয়েনায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এক আকস্মিক সফরে অস্ট্রিয়া সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রিয়া আসার পূর্বে মোদি মস্কো সফর করবেন।বৃহস্পতিবার (৪ জুলাই) অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয় ফেডারেল চ্যান্সেলারি এক ঘোষণায় এতথ্য জানিয়েছে। ঘোষণায় বলা হয়,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ভিয়েনা ৯ জুলাই ভিয়েনায় আসছেন।
তিনি ৯ জুলাই (মঙ্গলবার)ভিয়েনায় অবতরণ করবেন এবং ১০ জুলাই (বুধবার) ভিয়েনা ত্যাগ করবেন।মোদি মস্কো থেকে ভিয়েনা আসবেন। অস্ট্রিয়া সফরের পূর্বে তিনি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে আন্তর্জাতিক বিষয়াদি স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয়ে চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে বৈঠক করবেন। অস্ট্রিয়ার সাথে ভারতের বিভিন্ন ব্যবসায়িক চুক্তি রয়েছে।অনেক আগে থেকেই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সাথে অস্ট্রিয়ার বেশ সুসম্পর্ক রয়েছে। অস্ট্রিয়ায় আনুমানিক দশ হাজার ভারতের নাগরিকের বসবাস।
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামারের সাথে বৈঠকের পর বুধবার(১০ জুলাই) ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সরকার প্রধান বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে দুই দেশের সরকার প্রধান তাদের মধ্যে বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের অবহিত করবেন। তাছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিয়েনা সফরের সময় অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেনের সাথে এক সৌজন্য বৈঠক করবেন বলে জানিয়েছে অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয়।
অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক ‘ক্রোনেন ছাইতুং’ তাদের এক প্রতিবেদনে জানায়,ভারতের প্রধানমন্ত্রীর ভিয়েনা সফর গত ৪১ বছরের মধ্যে ভারতীয় সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে ১৯৮৩সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী ভারতের সরকার প্রধান হিসাবে অস্ট্রিয়া সফর করেছিলেন।প্রধানমন্ত্রী মোদি,গত জুন মাসের শুরুতে সরকার প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মস্কো থেকে সরাসরি ভিয়েনায় পৌঁছাবেন। এদিকে রাশিয়ার সরকার প্রধানের কার্যালয় ক্রেমলিন জানায়,মোদি মস্কো সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন।
ভারত সরকার রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তবে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসনের বিষয়ে ভারত এখনও পর্যন্ত নিরপেক্ষ ছিল। মোদি শেষবার রাশিয়ায় সফরে এসেছিলেন ২০১৯ সালে।
bdnewseu/4July/ZI/Vienna