• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়।ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাপন করা হয়েছে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বার্ধক্য জনিত রোগে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিরজল মাকে পারিবারিক কবস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়।পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজনরা এসে রফিকসহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে জবেদা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই রফিক ও তার পরিবারের লোকজন এতে সম্মতি দেয়নি।

পরবর্তীতে গত ৩ জুলাই (বুধবার) ছেলে রফিজল নিরুপায় হয়ে ঘরভিটা ছাড়া তাদের আর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে বাধ্য হন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে অদ্য (বৃহস্পতিবার) ৪ জুলাই এলাকাবাসী মিলে কবরটি এই স্থানে থাকতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করছে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির ও মামুন’সহ এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোনো জায়গা জমি না থাকায় আজ এই বৃদ্ধগ মহিলাকে তার নিজ ঘরের মেঝেতেই তার স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে এখানে ভলো থাকে সেজন্য আমরা এলাকাবাসিরা মিলে এই কবরে পাকা বাউন্ডারি ওয়াল করে দিবো।

এবং এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় কবরটি বাউন্ডারি করার কাজ চলমান রয়েছে। জবেদা খাতুন এর দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

bdnewseu/4July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ