• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ইউরো কাপের নক আউট রাউন্ডে ইতালিকে ২-০ গোলে পরাজিত করে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে

Kabir Ahmed International Sports desk
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

ইউরো কাপের নক আউট রাউন্ডে ইতালিকে ২-০ গোলে পরাজিত করে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ।বর্তমান ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালিকে শেষ ষোলো থেকে বিদায় করেছে সুইজারল্যান্ড।শনিবার (২৯ জুন) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ইউরো কাপের নক আউট রাউন্ডের প্রথম খেলায় আল্পস পর্বতমালার অপূর্ব নৈসর্গিক দেশ সুইজারল্যান্ড বর্তমান ইউরো কাপ চ্যাম্পিয়ন(২০২০) শক্তিশালী ইতালিকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।উল্লেখ্য যে,১৯৯৩ সালের পর সুইজারল্যান্ড এই প্রথম ইতালির বিরুদ্ধে জয়লাভ করলো। অন্যদিকে ২০০৪ সালের পর ইতালি ইতালি এই প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিল।সুইজারল্যান্ড তাদের ফুটবলের ইতিহাসে এই প্রথম বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) টাইব্রেকার ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছে। সুইজারল্যান্ডেরপক্ষে এই ঐতিহাসিক জয় এনে দেওয়া গোল দুটি করেছেন রেমো ফ্রেলার ও রুবেন ভারগাস। ইতালি পুরো নব্বই মিনিটের খেলায় সুইজারল্যান্ড গোলবারে শট সঠিক লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটিই। তবে তাতেও কোনও গোল পায় নি।

ইউরো কাপ ফুটবলের শেষ ষোলোর নক আউট রাউন্ডের প্রথম খেলার প্রথমার্ধে ইতালি তেমন কোনও ভালো ফুটবল উপহার দিতে পারে নি।প্রথমার্ধের ৪৫ মিনিটে একপ্রকার খুঁজেই পাওয়া যায়নি লুসিয়ানো স্পালেত্তির দলকে। গোলমুখে জিয়ানলুইজি দোন্নারুম্মা প্রতিরোধ গড়ে না তুললে সে সময়ই একাধিক গোল হজম করতে পারত দলটি।খেলার ৩৭ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পেয়ে যায় সুইসরা। ইংলিশ লীগের নটিংহাম ফরেস্ট মিডফিল্ডার ফ্রেলারের জোরাল শট পা বাড়িয়ে রুখে দিতে চেয়েছিলেন ইতালির গোলরক্ষক দোন্নারুম্মা। বল পায়ে লাগলেও খুব বেশি দিক না পাল্টে জালে জড়িয়ে যায়(১-০)।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই (৪৬ মিনিটে) দ্বিতীয় গোল পেয়ে যায় সুইজারল্যান্ড।এই সময় সুইজারল্যান্ডের ভারগাসের বক্সের বাইরে থেকে নেওয়া কোনাকুনি শট নিজের সর্বোচ্চ চেষ্টা করেও রুখতে পারেননি ইতালির গোলকিপার (২-০)।তারপর দুই গোলে পিঁছিয়ে থাকার পর ইতালি কিছুটা গুছিয়ে ওঠে আক্রমণাত্মক ফুটবল শুরু করে। কিন্তু সুইজারল্যান্ডের জমাট রক্ষণকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি জিয়ানলুকা সামাকা, ফেদেরিকো চিয়েসাদের।

শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের। ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১–০ ব্যবধানে হারার পর ১১ ম্যাচ ও ৩১ বছর পর ইতালিকে হারাল সুইজারল্যান্ড। আর দুই দশক পর আবারও মহাদেশসেরা–টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ইতালি।
bdnewseu/30June/ZI/EuroCup


আরো বিভন্ন ধরণের নিউজ