• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

লালমনিরহাটে ঘর নির্মাণ, চিকিৎসা ও যাতায়াতের নৌকার জন্য ডিসি ও ইউএনও’র বরাবরে ভুক্তভোগীর আবেদন

Mizanur Rahman, Lalmonirhat
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

লালমনিরহাটে ঘর নির্মাণ, চিকিৎসা ও যাতায়াতের নৌকার জন্য ডিসি ও ইউএনও’র বরাবরে ভুক্তভোগীর আবেদন!লালমনিরহাটে চলতি ঘন বর্ষণ ও প্রচন্ড বাতাসে ধষিয়া পড়া ঘর নির্মাণ, সন্তান সম্ভাবা (অসুস্থ) ০২ (দুই) মেয়ের চিকিৎসাসহ বাড়ির যাতায়াতের ছোট একটি কাঠের নৌকা নির্মাণের খরচের জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে একটি অসহায় দিনমজুর পরিবার।গত রোববার (২৩ জুন) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে আবেদন করেন লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব খুটামারা (নবীনগর) এলাকার অসহায় দিনমজুর মোঃ নুরুজ্জামান বকুল (৫৮)।অসহায় দিনমজুর মোঃ নুরুজ্জামান বকুল স্বাক্ষরিত লিখিত আবেদন সূত্রে জানা যায়, আমি একজন অসহায় দিন মজুর ব্যক্তি। আমার দুঃখে ভরা জীবনের দু’টি চরম দুঃখ-কষ্টের বর্ণনা আপনার সমীপে জানাইতেছি যে, আমার বাড়ি করার মত কোন উঁচু জমি না থাকার কারণে আমার মায়ের নিকট হতে পাওয়া নিচু জমি (দোলা জমি) অনেক কষ্টে ভরাট করিয়া বাড়ি-ঘর উঠাই। দোলা জমিতে আমার বাড়ি হওয়ায় চলাচলের কোন রাস্তা না থাকায় আমি ও আমার দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী, আইডি নং- ৮২২২৭০৩৪৩৪-০৩, তারিখ:

০৮-০৯-২০১৯ইংসহ ০৩ (তিন) মেয়ে অন্যের জমির আইল দিয়া চলাচল করি কিন্তু বর্ষার মৌসুম আসিলে আমার বাড়ির চারিদিকে বুক পর্যন্ত পানি প্রায় ৩/৪ মাস ব্যাপি থাকায় ১৫০ ফিট পথ অতিক্রম করিয়া মেইন রাস্তায় উঠতে হয়। এই ভাবে আমি স্ব-পরিবার নিয়া দীর্ঘ বছর বসবাসসহ অতিকষ্টে আমার মেয়েদের ডিগ্রী পর্যন্ত লেখাপড়া করাইয়া ০৩ (তিন) মেয়েকে বিবাহ দেই। আমার কোন ছেলে সন্তান নাই। এমতাবস্থায় আমার একমাত্র বসবাসের ঘরটি দীর্ঘদিন যাবৎ আর্থিক অভাবে মেরামত করিতে না পারায় বর্তমান বর্ষা মৌসুমে ঘন বর্ষণ ও প্রচন্ড বাতাসে ঘরটি সম্পূর্ণ রুপে ধষিয়া পড়ায় বৃষ্টির পানিতে বিছানাপত্র ভিজিয়া যাওয়ায় সন্তান সম্ভাবা ০২ (দুই) মেয়ে, প্রতিবন্ধী স্ত্রীসহ অতিকষ্টে দিবা-রাত্রি অতিবাহিত করিতেছি।

যে কোন মুহুর্তে আমার সন্তান সম্ভাবা ০২ (দুই) মেয়ের প্রসব বেদনার সময় দ্রুত ডাক্তারের কাছে নিয়া-আসা করার বুক-ভরা পানি যাতায়াতের জন্য একটি ছোট কাঠের নৌকার বিশেষ প্রয়োজন। এরেই মধ্যে আমার বাড়িতে থাকা টাকাসহ বিভিন্ন মালামাল একাধিকবার চুরি হয় এবং আমি বর্তমানে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় আমার বাড়ির পুনঃ মেরামত, ০২ (দুই) মেয়ের সন্তান প্রসবের ও কাঠের নৌকা নির্মাণের খরচ বহন করা আমার পক্ষে দুঃসাধ্য হওয়ায় আপনার সমীপে আর্থিক সাহায্য পাওয়ার আবেদন করছি।

bdnewseu/30June/ZI/Lalmonirhat


আরো বিভন্ন ধরণের নিউজ