ঝালকাঠি অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের ফলাফল শেয়ারিং সভা অনুষ্ঠিত।ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের ফলাফল শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি অপরাজিতা নারী নেটওয়ার্কের সভাপতি ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে নলছিটি উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী মোর্শেদা লস্কর, শাহী মডেল সপ্রাবি প্রধান শিক্ষক নুরুন্নাহার, রূপান্তর সংগঠনের ঝুমা কর্মকার, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মানিক রায় ও ঝালকাঠি জেলা বিএনপি নেতা এ্যাড. মুবিন উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন এলাকার অপারাজিতার ৩০জন নারী এই কর্মশালায় অংশগ্রহণ করে। এই প্রকল্প দীর্ঘ দুই বছর চালু থাকার পরে বর্তমান মাসে প্রকল্পের কার্যক্রম শেষ হচ্ছে এবং এই কারণেই ফলাফল শেয়ারিং সভা অনুষ্ঠিত।
এই প্রকল্পের প্রত্যাশা ছিল শাসন কাঠামোতে নারীরা কার্যকর ভূমিকা পালন করে এলাকার নেতৃত্ব ধরে রাখবেন। এক্ষেত্রে এই দুই বছরে কাঠামোগত উন্নয়ন ও একাধিক প্রশিক্ষণ হয়েছে। দ্বিতিয়ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ পুরুষ সহকর্মীদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করার জন্য আগ্রহশীল করার লক্ষ ছিল এবং সেক্ষেত্রে পূর্বের চেয়ে পুুরুষ সদস্যরা নারীদের সহায়তা প্রদানে আগ্রহী হয়েছে।
তৃতীয়ত আইন ও বিধিমালা রাজনৈতিক কাঠামোতে সংরক্ষণ করার ৩৩% নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি সামনে প্রকল্পের লক্ষ্য ছিল এবং প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আইন বাস্তবায়নের ক্ষেত্রে নারীরা সরকারকে বাস্তাবায়নের জন্য ধাক্কা দিতে পেরেছে।
bdnewseu/12June/ZI/Zalokati