• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ, চরফ্যাশন থানায় মামলা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ, চরফ্যাশন থানায় মামলা।ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া  ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে (১১ বার) জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সাগর (২২) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দুলারহাট থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।শনিবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। অভিযুক্ত মোঃ সাগর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মোঃ মালেকের ছেলে।

ভুক্তভোগীর মা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী এবং অভিযুক্ত মোঃ সাগর একই এলাকার বাসিন্দা। সাগর ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় আসা- যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাগর বিয়ে করার আশ্বাস দিয়ে ফুঁসলিয়ে ২৩ মে রাত ১১ টার দিকে মাদ্রাসা শিক্ষার্থীকে মুঠো ফোনে শিক্ষার্থীর বাড়ীর পাশে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী ডাক-চিকৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় অভিযুক্ত সাগর কৌশলে পালিয়ে যায়।

মামলা হাওয়ার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যাইনি।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

bdnewseu/2June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ