অস্ট্রিয়ায় বাংলাদেশী মেয়ে তনিমার অসাধারণ সাফল্য।তনিমা আহমেদ Vienna University of Economics and Business থেকে অত্যন্ত সাফল্যের সাথে স্নাতক (Bachelors) ডিগ্রি অর্জন করেছে।বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এবছরের স্নাতক পরীক্ষার ফলাফল ঘোষণা করে। আগামী৫ জুলাই এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সনদও মাথার টুপি প্রদান করা হবে।তনিমা বিশ্ববিদ্যালয়ের এবছরের শ্রেষ্ঠ ১৫ জনের মধ্যে নিজের অবস্থান রাখতে সক্ষম হয়েছে। তনিমা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বিগত ২ বছরে অস্ট্রিয়ার ৩টি বিখ্যাত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছে।
তনিমা আহমেদ ২০০৮ সালের শেষের দিকে পরিবারের সাথে প্রথম ভিয়েনা আসে। এর আগে সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন শেষ করে। তারপর ভিয়েনায় এসে চার বছর হাইস্কুলে(Mittel Schule) এবং আরও চার বছর ওভার স্টুফে (Gymnasium) এ অধ্যয়ন করে ২০১৮ সালে সাফল্যের সাথে স্কুল সমাপনী পরীক্ষা (Matura)সম্পন্ন করে।
তনিমার পিতা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের অত্যন্ত সুপরিচিত তানভীর আহমেদ এবং মা চিত্রা আহমেদ। তানভীর আহমেদ ১৯৯১ সালথেকে অস্ট্রিয়া প্রবাসী। তাদের পরিবারে দুই মেয়ে সন্তান। ছোট মেয়ে Vienna University of Economics এ শেষ বর্ষের স্নাতক শিক্ষার্থী।
তনিমা আহমেদ আরও উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী।তানভীর আহমেদ ও চিত্রা আহমেদ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে তাদের মেয়েদের জন্য দোয়া চেয়েছেন।
bdnewseu/23May/ZI/Vienna