ফিলিস্তিনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান আরব লীগের।ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েননের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’। বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে জোটের রাষ্ট্র প্রধানরা এই আহ্বান জানান। খবর খালিজ টাইমস।এক বিবৃতি জোটটি যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার আহ্বান জানায়।পাশাপাশি দুই-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যা সমাধানের জন্য জাতি সংঘের পৃষ্ঠপোষকতায় একটি আন্তর্জাতিক সম্মেল নের আহ্বান জানান বাহরাইনের রাজা হামাদ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করার আহ্বানও জানিয়েছে এই জোট।
মাহমুদ আব্বাস হামাসকে ইসরায়েলি আগ্রাসনের জন্য হামাসকে দায়ী করে বলেন, হামাসই ৭ অক্টোবর হামলা চালিয়ে ফিলিস্তিনে হামলার ন্যায্যতা দিয়েছে।
এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধীনে আসার আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধুমাত্র পিএলওকে স্বীকৃতি দেয়।
পিএলও গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ। এতে ক্ষমতাসীন ফাতাহ পার্টির আধিপত্য রয়েছে।
bdnewseu/18May/ZI/Arableage