• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের আল হিলাল চ্যাম্পিয়ন

জহিরুল ইসলাম স্পোর্টস ডেস্ক থেকে বিডি নিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আল ইত্তেহাদ কে হারিয়ে নেইমারের আল হিলালের শিরোপা জয়।ইনজুরির কারণে মাঠের রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়ায় দুর্দান্ত পারফর্ম করছে তার ক্লাব আল হিলাল। সৌদি সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আল হিলাল। ফাইনালে গ্যালারিতে ছিলেন নেইমার। ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড পায় আল হিলাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম গোল করে দলকে এগিয়ে দেন। তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে আল ইত্তিহাদ। আবদেররাজ্জাক হামাদাল্লাহ গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর ম্যাচের ৪৪ মিনিটে সালেম আল দাওসারি গোল করে আবারও আল হিলালকে লিড এনে দেন। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াদের ক্লাবটি।বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ম্যালকম। আর যোগ করা সময়ে গোল করে ইত্তিহাদের কফিনে শেষ পেরেক ঠোকেন আল দাওসারি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-১ গোলের বড় জয়ে শিরোপা উৎসবে মাতে আল হিলাল। এই ম্যাচ জয়ের ফলে আল হিলালের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।
bdnewseu/13April/ZI/Sports


আরো বিভন্ন ধরণের নিউজ