• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের একর্তীকরন ও সচেতনা মুলক সভা অনুষ্ঠিত

fakir noyon, faridpur
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের একর্তীকরন ও সচেতনা মুলক সভা অনুষ্ঠিত।লিয়াকত আলী লাভলু চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সম্মেলন কক্ষে বুধবার সকাল ১১ টায় অভিবাসী কর্মীদের নিয়ে একত্রিকরণ ও সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর এ সেমিনারের আয়োজন করেন। সেমিনারে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পূণঃএকত্রিকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভুমিকা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা ও ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসচিব ও পরিচালক (আইআরপি) মোঃ গিয়াস উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সেমিনারে ভিডিও ফুটেজ প্রদর্শন সহ স্বাগত বক্তব্য দেন, ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহঃপরিচালক মোঃ আশিক সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি, অধ্যক্ষ নিখিল রঞ্জন বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। সেমিনারটি সঞ্চালনা করেন উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশীষ বিশ্বাস, প্রবীর কুমার সিংহ ও যৌসিয়া জানাফরিন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বিদেশ প্রত্যাগত তাছলিমা আক্তার, শেখ তোতা মিয়া ও রেহেনা আক্তার প্রমূখ। সেমিনারে বিদেশ প্রত্যাগতদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তীর বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

bdnewseu/5April/ZI/faridpur


আরো বিভন্ন ধরণের নিউজ