• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে, নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র : পাপিয়া চৌধুরী

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

ভোলায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে, নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্রে : পাপিয়া চৌধুরী।ভোলায় ৮ রা মার্চ শুক্রবার বিশ্ব নারী দিবস-কে কেন্দ্র করে অদ্য ১০ মার্চ বিকাল ৫ ঘটিকার সময় ভোলা সদর পৌরসভার আমতলা কালীবাড়ি রোড সংলগ্ন জুয়েল খানের তৃতীয় তলার নিজ অফিসে এই আয়োজন কেক কেটার মাধ্যমে ১৩ জন সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আয়োজনের সভায় নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভোলায় অসহায় বঞ্চিত নারীদের কে স্বাবলম্বী করা লক্ষ্যে নারীদের উদ্যোক্তা করাই হলো এই সংগঠনের মূল চিন্তা ও ভাবনা। তাই ভোলায় বিশ্ব নারী দিবস-কে বরণ করতে-ই এই আয়োজনের যৌথ উদ্যোগ নিয়ে ভোলার নারী কর্মীবৃন্দ সহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এবং অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কমিটির নেতৃবৃন্দ ভোলার হাজারও অসহায় পরিবার গুলোর মুখে হাসি ফুটাচ্ছে তাই তাদেরকে সাথে আমরাও নারী উদ্যোক্তা সংগঠনকে আলোকিত করতে পারি এবং আমাদের সংগঠনের আদর্শিক অবস্থান, চলমান। তবে পরিবেশ বান্ধব সংগঠিত সংগঠন করতে জোড়ালো ভূমিকা পালন করবো।

এই প্রশিক্ষণ সেন্টারে নারী উদ্যোক্তা তৈরী করতে রয়েছে নকঁশি খাতা প্রশিক্ষণ, শিলাই প্রশিক্ষণ, কেক বানানো প্রশিক্ষণ, বিউটি পার্লার প্রশিক্ষণ, পোশাক কাটিং মাস্টার প্রশিক্ষণ, অনলাইন অফলাইন বিক্রির মাধ্যমে আরও রয়েছে কর্মঠ হওয়ার নানা রকম পদ্ধতি। তাই অসহায় বঞ্চিত নারীদের-কে সম্মেনের সাথে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ভোলার নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র।

১৩__সদস্যের বিশিষ্ট কমিটি গঠন:

সভাপতি পাপিয়া চৌধুরী, সহ সভাপতি প্রতিমা এনি, সাধারণ সম্পাদক রাবেয়া রায়হান, সাংগঠনিক সম্পাদক ফারজানা হাসি, অর্থ বিষয়ক সম্পাদক উম্মে হাফছা, দপ্তর বিষয়ক সম্পাদক সুমাইয়া, প্রচার বিষয়ক সম্পাদক মিহি, সহ প্রচার সম্পাদক শেফা, সাংস্কৃতিক সম্পাদক কেয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রোকেয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক পাপড়ি, শিশু বিষয়ক সম্পাদক মাইশা, সদস্য মিম সহ প্রমূখ।

bdnewseu/12March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ