• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অত্যধিক করে মানুষের জীবন দূর্বিসহ করে তোলছে সরকার: গণসংহতি

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

দ্রব্যর ওপর কর বসিয়ে জনগণের পকেট কেটে জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার বরিশালে : গণসংহতি আন্দোলন ।নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বরিশালে। অদ্য ৬ মার্চ (বুধবার) সকাল ১০ ঘটিকার সময় বরিশাল আশ্বিনী কুমার হল চত্ত্বর সম্মুখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট, অর্থপাচার প্রতিরোধ, বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজের সঞ্চালনায় ও সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‘সর্বক্ষেত্রে সরকারের ভুল পরিকল্পনার খেসারত দিচ্ছেন সাধারণ জনগণ। অপরিকল্পিত জ্বালানী খাতের লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। জবাব দিহিতা হীন সরকার জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে তারা গোষ্ঠীস্বার্থ কায়েমে ব্যাস্ত রয়েছেন। বাজারে সিন্ডিকেট বহাল রেখে জনগনকে কৃচ্ছসাধনের উপদেশ দিচ্ছেন। এর মাধ্যমে এটাই প্রামন হয় সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক। তার ছায়াতলেই এ সব সিন্ডিকেট বেড়ে উঠছে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘সুশাসনের অভাবে দুর্নীতি স্বেচ্ছাচারীতা দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঋণ খেলাপিরা অবাধে দাপিয়ে বেড়াচ্ছে। এস আলম গ্রুপের নামে ৩০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এসেছে৷ সরকার এ সব পাচার দূর্নিতীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ বরং গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে, বিভিন্ন দ্রব্যর ওপর কর বসিয়ে জনগণের পকেট কেটে জনগণের জীবনে দুর্বিষহ করে গড়ে তুলেছে। এই ডামি সরকারের দ্বারা এ সব সিন্ডিকেট, পাচার বন্ধ করা সম্ভব নয়। দ্রব্য মূল্য কমানো, অর্থ পাচার ও ব্যাংক লোপাট বন্ধ করতে প্রয়োজন গণপ্রতিরোধ।’

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক সমাবেশে পুলিশি হামলা বন্ধ ও দেশের সর্বস্তরে দুর্নীতি, লুটপাট বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ সহ বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সমন্বয়ক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলা সদস্য জলিল চিশতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমূখ।

bdnewseu/7March/ZI/borishal


আরো বিভন্ন ধরণের নিউজ