• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ার কথা জানালেন প্রধানমন্ত্রী

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪

অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ার কথা জানালেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে তার সরকার আধুনিক প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে।শনিবার (৩ মার্চ) রাজশাহী সেনানিবাসে, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-এর (বিআইআর) তৃতীয় পুনর্মিলনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা জানান।তিনি বলেন, “দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় সরকার। আর, সে লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য প্রয়োজনে জনগণের পাশে থেকে কাজ করছে সশস্ত্র বাহিনী, এছাড়া তারা অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। “এভাবেই আমাদের সশস্ত্র বাহিনী দেশের উন্নয়নে অবদান রাখছে;” শেখ হাসিনা উল্লেখ করেন। তিনি আরো বলেন, দেশ গড়তে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এবং আমি বিশ্বাস করি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।” সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, “বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী প্রতিরক্ষা নীতির আলোকে আমরা ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করেছি এবং সশস্ত্র বাহিনী ক্রমাগত উন্নত হচ্ছে।”

শেখ হাসিনা আরো উল্লেখ করেন, ২০০৯ সালে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-কে রেজিমেন্টাল কালার প্রদান করেন এবং ২০১১ সালে তিনি মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করেন। তিনি আরো জানান, বর্তমানে রেজিমেন্টে দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন-সহ মোট ৪৬ টি ইউনিট রয়েছে।

এই ইউনিটের সদস্যরা দেশ ও দেশের বাইরে দক্ষতা, সুনাম ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “এই কষ্টার্জিত সুনাম বজায় রাখতে আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।”

এর আগে, সেনাবাহিনীর একটি চৌকস দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং একটি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

bdnewseu/2March/ZI/Primister


আরো বিভন্ন ধরণের নিউজ