• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন বাংলাদেশে

online desk europe cricket
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন বাংলাদেশেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সব মিলিয়ে তাদের ২৭ জনের বহর বৃহস্পতিবার ঢাকায় পা রাখে। এদিন বিকেলেই সিলেটে রওনা দেওয়ার কথা দলটির। সিলেটেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।

প্রায় দশ বছর পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সবশেষ ২০১৪ সালে দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলে গিয়েছে তারা।এরপর ভিন্ন ভিন্ন সংস্করণের জন্য বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছে লঙ্কানরা। তবে গত ১০ বছরে কোনো সফরেই একসঙ্গে তিন সংস্করণে খেলেনি তারা।

এজন্য বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দেরও কয়েকজন সিলেটে যাওয়ার কথা বৃহস্পতিবার। শনিবার বিপিএলের ফাইনাল যারা খেলছেন তারা সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন পরে।সিলেটে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট যাবে দুই দল। পরের টেস্ট হবে চট্টগ্রামে।

bdnewseu/1march/ZI/cricket


আরো বিভন্ন ধরণের নিউজ