সড়ক দূর্ঘটনায় রংপুর জেলার সদস্য আকাশের মৃত্যুতে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের প্রতিবাদ।সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্র ফেডারেশন রংপুর জেলা সদস্য আকাশের অপরিকল্পিত মৃত্যুতে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর তীব্র প্রতিবাদ রংপুরে। অদ্য ২৮ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯ টায় ভুরারঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে অকালে প্রাণ হারান বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা আহবায়ক কমিটির সদস্য আকাশ রায়।তাঁর এই অকাল মৃত্যুতে গণসংহতি আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাখখারুল মুন, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের আহবায়ক এ কে কাজল রায়, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র রায়। সদস্য সচিব আল তানজীল আহ্সান, যুগ্ম সদস্য সচিব সংকর চন্দ্র মোদক , সদস্য মোর্শেদুল ইসলাম, রুবেল ইসলাম হৃদয়।
ও সাবেক ছাত্রনেতৃবৃন্দের পক্ষ থেকে এড. সুলতান মাহমুদ শিশির, আল মেহেদী রবিউল ইসলাম রনি, গোপাল রায় অনিক, আসিফ ইকবাল সাজু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং একই সাথে সড়কে এই অকাল মৃত্যুতে প্রতিবাদ জানান। এবং প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সদ্য এইচএসসি পাশ করা আকাশ ছাত্র ফেডারেশনের একজন সক্রিয় সদস্য ছিলো। সমাজ ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের আকাঙ্খা নিয়ে সে লড়াই করতো। আজ সকাল ৯:৩০ ঘটিকার সময় দিকে রংপুরের ভুরারঘাট এলাকায় মটর সাইকেলে যাওয়ার সময় ঘাতক ট্রাক আকাশের জীবন কেঁড়ে নেয়।
নেতৃবৃন্দ আরও বলেন, সড়কে আকাশের এই মৃত্যুকে আমরা কোন ভাবেই স্বাভাবিক মৃত্যু বলতে পারি না, এগুলো কাঠামোগত হত্যাকান্ড! বলে আমরা মনে করি। নেতৃবৃন্দ আরও জানান বছরে প্রায় ৮ হাজার মানুষের সড়কে মৃত্যু সার্বিক অব্যবস্থাপনার ফলে ঘটে থাকে বলে উল্লেখ করেন।
সড়কে কাঠামোগত হত্যা কান্ডের শিকার আকাশের মৃত্যুর সাথে জড়িতদের বিচারের জোরদার দাবি ও সার্বিক ভাবে দেশের সড়ক ব্যবস্থা নিরাপদ করার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
bdnewseu/31thJanuary/ZI/bd