নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের মেয়ে দেবপ্রীতা দে ব্রতী নিহত।জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি দেবব্রত দে তমালের ভ্রাতুষ্পুত্রী (সিলেটের সেন্ট্রাল ফার্মেসি পরিবারের সদস্যা) দেবপ্রীতা দে ব্রতী (১৮) নিউ ইয়র্কে এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। গত ২৮ জানুয়ারি রোববার ভোর রাতে নিউইয়র্কের লং-আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রতী প্রাণ হারায়। সে ছিল তমালের বড় ভাই দেবাশীষ দে বাসু এবং মা ভার্শতি দে দম্পতির কনিষ্ঠা কন্যা।
পুলিশের দেয়া বিবরণে জানা গেছে, গাড়িতে দেবপ্রীতা দে’ ব্রতীর বন্ধু জীবন (১৯) গাড়ি চালাচ্ছিলো। এক্সিট নেয়ার সময় একটি জিপ গাড়ির সাথে তাদের গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক পথ থেকে ছিটকে গিয়ে একটি গাছে ধাক্কা লাগে। ভোর পৌনে ছ’টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির উভয় যাত্রীকে মৃত অবস্থায় পায়।
নিউ ইয়র্কের ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা ব্রতীর পরিবার জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করেন। বর্তমানে তার বাবা-মা দুজ’নে বাংলাদেশে অবস্থান করছেন। তাদেরকে দুর্ঘটনার সংবাদ জানানো হয়েছে।
ব্রতীর কাকা তমাল দে জানিয়েছেন, আজ (৩০ জানুয়ারি) তিনি সহ নিউইয়র্ক থেকে পরিবারের লোকজন মরদেহ নিয়ে দেশে যাচ্ছেন। বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে ব্রতীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
‘দেশে বিদেশে’ র পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন কামনা করছেন পরিবারের পক্ষ থেকে । ব্রতীর আত্মা শান্তি লাভ করুক।
bdnewseu/31January/ZI/New York