• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

জাপানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে

মিজানুর রহমান,জাপান
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

জাপানে ভয়াবহ ভূমিকম্পে আরও প্রায় আড়াইশ মানুষের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার ৫ দিন পার হতে চললেও এখনও নিখোঁজ রয়েছেন তারা। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।কর্তৃপক্ষ বলছে, এসব নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এখন পর্যন্ত ৯২ প্রাণহানির কথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। তবে নিখোঁজ রয়েছে বিভিন্ন অঞ্চলের ২৪২ বাসিন্দা। ধারণা করা হচ্ছে তারা ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের অধিকাংশ সুজু ও ওয়াজিমা শহরের বাসিন্দা।

উপকূলীয় শহর দুটির বেশিরভাগ স্থাপনাই জাপানের ঐতিহ্য ও রীতি মেনে কাঠ দিয়ে তৈরী। ফলে সেগুলো শক্তিশালী ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি। কর্তৃপক্ষ বলছে, সময় যতই গড়াচ্ছে ক্ষীণ হয়ে আসছে ধ্বংস্তুপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। যদিও শেষ মুহুর্ত পর্যন্ত তাদের উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানানো হয়। উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিয়েছে সাড়ে চার হাজারের বেশি সেনা সদস্য।

এর আগে, গত সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে জাপানের মধ্যাঞ্চলে। ভূমিকম্পের পর প্রায় ছয়শটি কম্পন অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ভূমিধসের শঙ্কা রয়েছে।

bdnewseu/6thJanuary/ZI/Japan


আরো বিভন্ন ধরণের নিউজ