ওমানে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর।ওমানে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ২৬ বছর বয়সী ইব্রাহিম নামে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রবাসী ইব্রাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইমপুর এলাকায়।২০২০ সালের ১১ এপ্রিল ওমানের মাসিরাহ দ্বীপে সাহালম হাদ্দুম নামে ওমানের এক নাগরিককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন ইব্রাহিম।পরে চলতি বছরের ২৯ জুন ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
নিহত সাহালম হাদ্দুম মাসিরাহ অঞ্চলের একজন ব্যবসায়ী ও একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার বাসায় এক বাংলাদেশি মেয়ে গৃহকর্মী হিসেবে তিন বছর ধরে কাজ করতেন। এক পর্যায়ে ওই মেয়ের সঙ্গে ইব্রাহিমের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
bdnewseu/22thDecember/ZI/Oman