• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

অবৈধ অভিবাসন ঠেকাতে ইইউ সীমান্তে কড়াকড়ি

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের জোয়ার ঠেকাতে
ইইউ সীমান্তে কড়াকড়ি।অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী হামলার হুমকির প্রেক্ষিতে সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো৷বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইউরোপের ছয়টি ভাষায় প্রকাশিত অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানায়, নিজেদের মধ্যে সীমান্তে নজরদারি ও তল্লাশি চৌকি বসিয়েছে তারা৷ নিয়ন্ত্রণ আরোপের ঘোষিত সময় পার হওয়ার পর তা ছয়মাস পর্যন্ত বাড়িয়েছে কোনো কোনো দেশ৷ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি শেঙেনভুক্ত দেশের মধ্যে অবাধে যাতায়াতের সুযোগ থাকে৷ নিয়ন্ত্রণ আরোপ করা হয় না সীমান্তে৷ দেশগুলোর নাগরিকেরা এবং কোনো একটি দেশে বসবাসের অনুমতি থাকা অভিবাসীরা বিনা ভিসায় এক দেশ থেকে আরেক দেশে যেতে পারেন৷তবে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকির ক্ষেত্রে ব্যতিক্রমী ব্যবস্থা নিতে পারে দেশগুলো৷ অনিয়মিত অভিবাসীদের যাতায়াত বৃদ্ধি এবং সন্ত্রাসী হামলার হুমকির কারণে এখন সে ধরনের ব্যবস্থাই নিয়েছে বেশ কয়েকটি দেশ৷ জেনে নিন কোন দেশ কী ধরনের কড়াকড়ি আরোপ করেছে সীমান্তে৷

অস্ট্রিয়া:

স্থলবেষ্টিত অস্ট্রিয়ার সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, জার্মানি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও ইতালির সীমান্ত৷ গত অক্টোবরে দেশটি চেক রিপাবলিকের সঙ্গে সীমান্তে নজরদারি বসিয়েছে৷ সেটি ৬ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকার কথা৷ নভেম্বরে স্লোভেনিয়া ও হাঙ্গেরি সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের সময়সীমা আগামী বছরের মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এজন্য আশ্রয়প্রার্থীদের অভ্যর্থনা কেন্দ্রে চাপবৃদ্ধি, ইউক্রেন যুদ্ধের পর অস্ত্র চোরাচালান ও অপরাধী নেটওয়ার্কগুলোর হুমকি এবং মানবপাচারকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে৷

ডেনমার্ক:

শেনজেন দেশগুলো থেকে আগতদের জন্য গত আগস্টে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করে ডেনমার্ক৷ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান পোড়ানোর ঘটনার পর কোপেনহাগেন বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ ইইউ কমিশনের এক প্রতিবেদন অনুযায়ী, ডেনিশ-জার্মান স্থল সীমান্ত ও দেশটি থেকে নৌপথে যাতায়াতের ক্ষেত্রেও নজরদারি ব্যবস্থা ২০২৪ সালের মে পর্যন্ত বাড়িয়েছে ডেনমার্ক৷

ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা অনিয়মিত অভিবাসী বৃদ্ধি, সন্ত্রাস ও সংগঠিত অপরাধ, বিদেশি গোয়েন্দা গুপ্তচরবৃত্তি এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় এই উদ্যোগ নিয়েছে৷

ফ্রান্স:

নভেম্বরে শেনজেন দেশগুলোর সঙ্গে সীমান্তে পুনরায় নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ফ্রান্স৷ এজন্য সন্ত্রাসী হুমকিকে কারণ হিসেবে উল্লেখ করেছে তারা৷ পরিকল্পনা অনুযায়ী এই কড়াকড়ি আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে৷অক্টোবরে ব্রাসেলসে আততায়ীর হামলায় দুইজন নিহত হওয়ার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা বেলিজিয়াম সীমান্তে আবারো নিরাপত্তা জোরদারের ঘোষণা দেন৷ বেলজিয়াম ছাড়াও ফ্রান্সের সাথে রয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, লুক্সেমবুর্গের সীমান্ত৷

জার্মানি:

অনিয়মিত অভিবাসন ঠেকাতে ১৬ অক্টোবর পোল্যান্ড, চেক রিপাবলিক ও সুইজারল্যান্ডের সাথে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয় জার্মানি৷ এর সময়সীমা ছিল ৪ ডিসেম্বর পর্যন্ত৷ তবে সেদিন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন৷ ১৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত পোল্যান্ড সীমান্তে ৩,৩০০টি অননুমোদিত প্রবেশ শনাক্ত করার পাশাপাশি ১১০০টি প্রবেশে বাধা দেয়া হয়েছে৷চলতি বছর দেশটিতে আশ্রয় আবেদনের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে৷ বার্লিন অস্ট্রিয়ার সাথে সীমান্তে নিরাপত্তা তল্লাশি ২০২৪ সালের মে পর্যন্ত বাড়িয়েছে৷ আশ্রয় আবেদন প্রক্রিয়ার উপর চাপ, নিরাপত্তা হুমকি এবং ইসরায়েল-হামাস সংঘাতের প্রেক্ষিতে সন্ত্রাসী হামলার ঝুঁকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বার্লিন৷

ইতালি:

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদনকারী প্রবেশ করে ইতালিতে৷ সাগরপথ ছাড়াও বলকান রুট হয়ে আসা অভিবাসীরা দেশটির উত্তর-পূর্ব স্থলসীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন৷ তারই প্রেক্ষিতে স্লোভেনিয়ার সঙ্গে পুলিশের তল্লাশি চৌকি বসিয়েছে ইটালি৷ এজন্য সন্ত্রাসের হুমকিকে অবশ্য কারণ হিসেবে উল্লেখ করেছে ভূমধ্যসাগর তীরবর্তী দেশটি৷ এই নিয়ন্ত্রণ অন্তত ৯ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে জানিয়েছিল রোম৷ তবে সেটি আগামী বছর পর্যন্ত অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি৷

নরওয়ে:

ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও শেনজেন জোটে রয়েছে নরওয়ে৷ ১২ নভেম্বর থেকে তারা শেনজেন অঞ্চলের দেশগুলোতে যাতায়তকারী জাহাজে নজরদারির জন্য বন্দরে পুনঃনিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে৷ সমুদ্র ও স্থল অবকাঠামোতে হামলার হুমকি ও বিদেশি গোয়েন্দা তৎপরতা মোকাবিলায় এই উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে অসলো৷ আগামী বছরের ৫ মে পর্যন্ত তারা এই নিয়ন্ত্রণ চালু রাখার কথা জানিয়েছে৷

পোল্যান্ড-স্লোভাকিয়া:

স্লোভাকিয়া থেকে অনিয়মিত অভিবাসীরা প্রবেশ করছে এমন কারণ দেখিয়ে পোল্যান্ড সীমান্তে সাময়িক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছিল৷ তার মেয়াদ ছিল ৩ ডিসেম্বর পর্যন্ত৷ অন্যদিকে স্লোভাকিয়া হাঙ্গেরির সঙ্গে সীমান্তে সাময়িক নিয়ন্ত্রণ ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে৷ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে দেশটির সরকার কঠোরতা অবলম্বন করছে৷ নভেম্বরে সরকার জানিয়েছে ২০২২ সালের তুলনায় অনিয়মিত উপায়ে প্রবেশ করা অভিবাসীদের আটক ১০ গুণ বেড়েছে৷

স্লোভেনিয়া:

১৭ নভেম্বর স্লোভেনিয়া শেনজেন দেশগুলোর সঙ্গে সীমান্তে নিয়ন্ত্রণারোপ ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে৷ এই নিয়ন্ত্রণ আরো ছয়মাস বাড়ানোর পরিকল্পনা করেছে তারা৷ তবে এজন্য ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সংঘাত পরিস্থিতিসহ সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদের হুমকিকে কারণ হিসেবে উল্লেখ করেছে৷ এর আগে অক্টোবরে স্লোভেনিয়া ক্রোয়েশিয়া ও হাঙ্গেরির সীমান্ত পারাপার এলাকায় পুলিশ নিয়োজিত করে৷

সুইডেন:

আগস্ট থেকে সুইডেন সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে সুইডেন৷ সীমান্ত পুলিশকে আগের চেয়ে বেশি ক্ষমতা দেয়া হয়েছে৷ শরীরে তল্লাশি ও বাড়তি প্রযুক্তিগত নজরদারি ডিভাইস ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তাদেরকে৷ কোরান পোড়ানোর ঘটনার পর একইমাসে দেশটির সরকার সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা বাড়িয়েছে৷ আগামী বছরের মে পর্যন্ত এই কড়াকড়ি সময়সীমা বাড়িয়েছে স্টকহোম৷

bdnewseu/13thDecember/ZI/EU


আরো বিভন্ন ধরণের নিউজ