• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা।
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে রবিবার সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১জন সেনা আহত হয়েছে।সোমবার (২৭ নভেম্বর) পাকিস্তান থেকে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ভয়েস অফ আমেরিকা এতথ্য জানায়।খবরে বলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ঐ হামলা হয়। হামলায় আহত অন্তত তিনজনের অবস্থা “গুরুতর” বলে জানিয়েছেন স্থানীয় সরকারি সূত্র। অবশ্য পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ঐ হামলা সম্পর্কে তাৎক্ষণিক ভাবে মন্তব্য করেনি।

সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।
আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত জঙ্গী হামলা হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালিবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক জঙ্গীরা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে।

কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০-র বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালিবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।এক ডজনের বেশি জঙ্গী বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান বা টিটিপি বেশির ভাগ সহিংসতার দায়িত্ব দাবি করে।

বিডিনিউজ ইউরোপ/২৯নভেম্বর/জই/পাকিস্তান


আরো বিভন্ন ধরণের নিউজ